ছড়া
খুকির ইচ্ছে/চন্দনকৃষ্ণ পাল
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৭:২৯ পূর্বাহ্ণ
চন্দনকৃষ্ণ পাল
খুকির ইচ্ছে
যাচ্ছো কোথায় জলকন্যা
যাচ্ছো কোথায় শুনি
নদীর শরীর ছুঁয়ে আমি
ঢেউয়ের হাসি গুনি।
ছোট্ট নায়ে হলদে পাল
উড়িয়ে যায় কে
পলাশতলার খুকু আমি
আমায় তুলে নে।
মাথার ওপর সুনীল আকাশ
সামনে নদীর ঢেউ,
পাখি হতে ইচ্ছে করে
তোমরা হবে কেউ?
হাওয়ার সাথে ডানা মেলে
উড়বো আকাশনীলে,
এসোনা কেউ আমার সাথে
উড়ি দুজন মিলে।
আকাশ থেকে নদী দেখা
ভীষণ মজা নাকি,
তাইতো ওড়ে নীল পায়রা
সবুজ টিয়ে পাখি।
আমারও তো ইচ্ছে করে
আকাশ নীলে উড়ি
মাঝির মতো যখন তখন
নদীর মাঝে ঘুরি।
কিন্তু আমায় নেয়না মাঝি
পাইনা দুটো ডানা,
ছোটকা বলে আমার নাকি
উড়তে ঘুরতে মানা।
দাঁড়িয়ে থাকি মাঠের পাশে
ছুয়ে নদীর শরীর
উড়বো এবং ঘুরবো আমি
দেখা পেলে পরীর।