কবিতা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
তোমাকেই ভালবেসে
উৎসর্গ : শেখ কাদির আল হাসান ও মইনুল ইসলাম
তোমাকেই ভালবেসে ওরা ভাসিয়েছে রক্তে এ জমিন
তোমার দেখানো পথে করতে প্রচার আল্লাহর দ্বীন;
পঙ্গুত্ব করেছে বরণ তবু ক্লান্তিহীন সরল দুটো চোখ
আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আঁধারে ভাসায় বুক।
দ্বীনের তরে অবিরাম যাত্রা- অপটু সাঁতারুর দল
ডানার ব্যথায় কঁকিয়ে ওঠে তবু ভাঙেনি মনোবল;
মাঝ নদীতে উঠে যে তোফান পাহাড়সমান ঢেউ
দুকূল জুড়ে প্রাণের আর্তি তবু পিছু না ফিরে কেউ।
মহামস্তান আজিকে তারা কিনারার রাখে না খোঁজ
ভাসে আর হাসে নদীতে তারা এইভাবে হররোজ;
পুরো জনমের লালিত স্বপ্ন ঢেউয়ের তোড়ে ভেসে
বিলিয়ে দিতে চায় একটা জীবন তোমাকেই ভালবেসে।