আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করেন
ষোড়শ সংশোধন বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ৪:১৪ অপরাহ্ণ
সংসদে উত্থাপিত ‘সংবিধান (যোড়শ সংশোধন) বিল-২০১৪’ এর পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, দফা ও উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে কিছু সংশোধনী এনে বিলটির ওপর সংসদে রিপোর্ট উপস্থাপন করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি সংশোধিত আকারে বিলটি পাসেরও সুুপারিশ করেছে। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত আজ সন্ধ্যায় বিলের রিপোর্ট উপস্থাপন করেন।
গত ৭ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করেন। পরে সাত দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি গত ৯ ও ১০ সেপ্টেম্বর বৈঠকে বসে বিলটি চূড়ান্ত করে আজ এই রিপোর্ট দেয়।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা ২, ৩ ও ৪ পুন:স্থাপনের প্রস্তাব করে বিলটি আনা হয়। তবে সংসদে উত্থাপিত বিলে বিধানটি কার্যকর করার লক্ষ্যে এই সম্পর্কিত আলাদা আইন প্রণয়ননের ব্যাপারে বলা হয়েছিল ‘সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিবেন’। সংসদীয় কমিটি তা পরিবর্তন করে ‘সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন’ শব্দে পরিবর্তন করেছে।
সংসদীয় কমিটির রিপোর্টে সংসদে উত্থাপিত বিলের প্রস্তাবনাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে তদস্থলে যেহেতু নিন্মবর্ণিত উদ্দেশ্য সমুহ পূরণকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় শব্দাবলী প্রতিস্থাপন করা হয়েছে।
তার আগে বিলের পুর্নাঙ্গ শিরোনামে প্রথম লাইনে উল্লেখিত ‘অনুচ্ছেদ ৯৬’ এর পরিবর্তে ‘৯৬ অনুচ্ছেদের’ শব্দাবলী ও সংখ্যা প্রতিস্থাপন করা হয়েছে।