কুলাউড়ায় পিডিবি’র নির্বাহী প্রকৌশলী জাফর উল্লাহর সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:০২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল এলাকায় বৈদ্যুতিক মিটার সংযোগ বিচ্ছিন্নতা অভিযান চলছে। এ বিষয়ে কোন প্রকার তথ্য প্রদান করতে অনীহা প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী জাফর উল্লাহ একজন সাংবাদিকের সাথে অসৌজন্য মূলক আচরণ করেছেন।
জানা যায়, ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে দৈনিক বর্তমান-এর কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক পরিচয় দিয়ে সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী’র কাছে জুড়ী উপজেলার সাগরনাল এলাকার ইউসুফ মিয়ার দেয়া সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে আসার ব্যাপারে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন, আপনার এটা জানার দরকারটা কী? তখন পুনরায় সাংবাদিক পরিচয় দিয়ে তথ্য জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী উত্তেজিত হয়ে বলেন, আরে দুত্তরি সাংবাদিক ‘সাংবাদিকের গুষ্টি কিলাই’ বলে ফোনটি কেটে দেন।
এক সপ্তাহ পদটি শূন্য থাকার পর গত ৬ সেপ্টেম্বর শনিবার জাফর উল্লাহ নির্বাহী প্রকৌশলী হিসেবে এ অফিসে যোগদান করেন। যোগদান করেই অফিসের কর্মকর্তা, কর্মচারীদের সাথে তিনি অকথ্য ভাষায় কথা বলেন । অফিস স্টাফ ছাড়াও সাধারণ মানুষের সাথেও তিনি উগ্র মেজাজে কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে অফিসের এক কর্মকর্তা বলেন, ভাই বড় কষ্টে আছি। ইচ্ছা থাকা সত্যেও কোন কাজে মনযোগ দিতে পারছি না। মানুষটার (‘এক্স ইএন’) ব্যবহারে আমরা কেউ তার উপর সন্তুষ্ট নয়। আমাদের ছাড়াও তিনি বাইরের লোকদের সাথেও ভালো ব্যবহার করেন না। বিদ্যুৎ অফিসে আসা অনেকের সাথে আলাপ করলে জানা যায়, এক সপ্তাহ অফিসে ‘এক্স ইএন’ না থাকায় মানুষ অনেকটা বিপাকে পড়েছিল। এখন নতুন ‘এক্স ইএন’ আসলেও মানুষ আরো বেশি বিপাকে পড়েছে। কোন মানুষ প্রয়োজনে তার ধারে কাছে যেতে পারছে না। তিনি কারো কথা শোনার আগেই ধমক দিয়ে অন্য কর্মকতার সাথে যোগাযোগ করতে বলেন। তথ্য জানার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে এ বিষয়ে তথ্য অধিকার আইন রয়েছে কিন্তু কুলাউড়ার এই নির্বাহী প্রকৌশলী তা যেন মানতে নারাজ।
এ ছাড়াও তার যোগদানের পর থেকে এলাকায় ঘন ঘন বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ জনসাধারণ। এ ব্যাপারে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা শনিবার সন্ধ্যায় একত্রিত হয়ে মোবাইলে রেকর্ডকৃত কথাগুলো শুনে নির্বাহী প্রকৌশলী জাফর উল্লাহকে তার ব্যবহৃত মোবাইলে (০১৭৫৫-৫৮২৩৪২) ফোন দিলে তিনি কারো ফোন রিসিভ করেননি।
অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে নবাগত নির্বাহী প্রকৌশলী জাফর উল্লাহ এ প্রতিবেদকের সাথেও উগ্র মেজাজ দেখিয়ে বলেন, মানুষ অভিযোগ দিয়েছে তাতে আপনার কি হয়েছে! সরকার আমাকে কাজের দায়িত্ব দিয়েছে, কাজ করছি। এতে কার সাথে কি ব্যবহার করছি সেটা আমার ব্যক্তিগত বিষয়।