কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে রেল শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর ২০১৪, ১২:৫৮ অপরাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা
কুলাউড়ার বরমচাল রেল স্টেশন এলাকায় আব্দুল লতিফ (৫১) নামে এক রেল শ্রমিক সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩.৪৫ ঘটিকার দিকে কয়েকজন রেলওয়ে শ্রমিক কুলাউড়ার বরমচাল রেল স্টেশনের নিকটে রেল লাইনে কাজ করছিল। সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন বরমচাল স্টেশন অতিক্রম করার সময় আব্দুল লতিফ দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রেল কর্মচারির বাড়ি কুলাউড়ার লংলায়।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।