logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • ঝিঙেফুল
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • ইসলামী জিন্দেগী
    • অর্থ ও বাণিজ্য
    • স্বাস্থ্য-কথন
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • সম্পাদকীয়
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • ঝিঙেফুল
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

কিলিং মিশনের একজন আটক বাকিরা গোয়েন্দা জালে


প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ৬:৪৯ পূর্বাহ্ণ

আলাউদ্দিন আরিফ

Mawlana Faruki

টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নুরুল ইসলা ম ফারুকী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে অনেক দূর এগিয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে । কিলিং মিশনে অংশ নেয়া এক যুবককে আটক করার খবর নিশ্চিত হওয়া গেছে। বাকিরাও গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে আছেন। তাদের আটক করা সময়ের ব্যাপার মাত্র। আটক ওই যুবকের কাছ থেকে তথ্য নিয়ে মিশনে অংশ নেয়া অপর ব্যক্তিদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের আটকের জন্য দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাব-ইন্সপেক্টর জানান, রাতে তারা বেশ কয়েকজনকে আটক করেছেন। তাদের সংখ্যা ১০-এর কাছাকাছি। আটক করা এসব যুবকের হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশ বলছে, মূলত পারিবারিক ও মতাদর্শগত বিরোধকে প্রাধান্য দিয়ে তদন্ত কাজ চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তদন্ত সংস্থা ডিবি পুলিশের একাধিক সূত্র জানিয়েছেন, শিগগিরই এ খুনের রহস্য উন্মোচিত হবে।

৩০ আগস্ট শনিবার সকালে হত্যাকাণ্ডের আগে ফারুকীর বাসায় যাওয়া নারীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আটক করা হয়েছে। ফারুকীর স্ত্রী লুবনা বলেছিলেন তার নাম আসমা। আটক হওয়ার পর জানা গেছে তার প্রকৃত নাম মাহমুদা। তার সঙ্গে আটক করা হয়েছে শরিফ নামে এক দর্জিকে।

অপর একটি সূত্র ধরে শনিবার দুপুরে আরও তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত থেকে আটক হওয়া ইউসুফ নামে ওই যুবক কিলিং মিশনে থাকার বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য দেননি গোয়েন্দারা।

 নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, রূপগঞ্জ থেকে আটক দু’জনকে দুপুরে ডিবির হেফাজতে এবং অপর তিনজনকে রাতে ডিবি কার্যালয়ে নেয়া হয়। হত্যাকাণ্ডে অংশ নেয়া ১০ থেকে ১৪ জনের একটি দলকে তারা শনাক্ত করতে পেরেছেন। তাদের প্রায় সবাই গোয়েন্দা জালের মধ্যেই আছেন। তাদের মধ্যে একজন নারীও আছেন। যিনি ‘আম্মা হুজুর’ হিসেবে পরিচিত ফারুকীর দ্বিতীয় স্ত্রী লুবনা ইসলামের ঘনিষ্ঠ। ওই ভক্তের কাছে ‘আব্বা হুজুর’ হিসেবে পরিচিত ফারুকীর সঙ্গেও তার কয়েক দফা কথা হয়েছে। তিনি ওই নারীকে বাসায় যেতে বলেছিলেন।

বুধবার রাতে রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন করা হয় নুরুল ইসলাম ফারুকীকে। তার ছেলে বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানায় অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে খুনসহ ডাকাতির মামলা করেছেন। শুরুতে মামলাটি শেরেবাংলা নগর থানা তদন্ত করে। শনিবার মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ন্যস্ত করা হয়েছে।

ডিবি পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, সম্ভাব্য সব কারণ সামনে রেখে তদন্ত চলছে। খুনের পর থেকে ফারুকীর আত্মীয়রা মানসিকভাবে বিপর্যস্ত ও লাশ দাফন করার জন্য গ্রামের বাড়িতে গেছেন। শনিবার রাতে তারা ফিরে এসেছেন। এখন তাদের ধীরেসুস্থে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, তারা ব্যবসায়িক, রাজনৈতিক, মতাদর্শগত, পেশাগত, পারিবারিক শত্রুতাসহ সম্ভাব্য সবগুলো কারণ সামনে রেখে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন। মোবাইলের কললিস্টের সূত্র ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মাহমুদা নামে সেই নারী ও শরিফ নামে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তারা খুনের সঙ্গে সম্পৃক্ত কিনা এ বিষয়ে তিনি বলেন, মাহমুদা ছিলেন ফারুকী ভক্ত। তিনি পানিপড়া ও দোয়া-তাবিজ নেয়ার জন্য ফারুকীর কাছে গিয়েছিলেন। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত বলে মনে হয় না।

ডিবি পুলিশের অপর একটি সূত্র জানায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনেক দূর এগিয়েছে ফারুকী হত্যা তদন্ত। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ডিবির কয়েকটি টিম অভিযান চালিয়েছে। অভিযানে চৌদ্দগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে ইউসুফ নামে এক যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। এই ইউসুফ হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিল বলে ওই সূত্রটি জানিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইউসুফ ভাড়াটে হিসেবে কিলিং মিশনে অংশ নেয়। তাকে গ্রেফতারের বিষয়টি তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আমরা এখনও ওই যুবককে সন্দেহভাজন হিসেবেই মনে করছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় ডিবি পুলিশ বিষয়টি গোপন রাখছে। হত্যাকাণ্ডের সময় অনেক বিষয় সম্পৃক্ত থাকায় ‘ধীরে চল’ কৌশল অবলম্বন করেছে পুলিশ।

অপর একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় দুটি টিম সেখানে উপস্থিত ছিল। তাদের মধ্যে তিনজন ফারুকীকে গলা কেটে হত্যা করেছে। অপর কয়েকজন বাসার লোকজনকে বেঁধে রেখেছে ও ডাকাতি করেছে।

তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, মামলা হওয়ার পর থেকে তারা প্রায় ৪০ জনকে জেরা করেছেন। এদের মধ্যে পরিবারের সদস্য, আত্মীয়, এলাকার বাসিন্দা, রাজনৈতিক সহযোগী, ব্যবসায়িক অংশীদাররা রয়েছেন। তিনি আরও বলেন, খুনিরা ভাড়াটে হতে পারে আবার মতাদর্শগত পার্থক্যের কারণেও এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
মতাদর্শগত কারণে খুন :  ফারুকী হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যে বিষয়টি অধিক গুরুত্ব পাচ্ছে সেটি হল মতাদর্শগত পার্থক্য। হত্যাকাণ্ডের ধরন, ইতিপূর্বে তাকে দেয়া হুমকির বিষয়সহ অপরাধের খুঁটিনাটি পর্যালোচনা করে তারা মতাদর্শগত বিরোধকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছেন। ইতিপূর্বে তাকে বেশ কয়েক দফা হুমকি দেয়া হয়েছিল। ফারুকী নিজেও প্রাণহানির আশংকা করেছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফারুকী ছিলেন একজন প্রতিবাদী। আমরা রোজার সময় রাত জেগে তার অনুষ্ঠান দেখতাম। তিনি ইসলামের বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন মাজার এগুলো তুলে ধরতেন। যারা এসব পছন্দ করত না তারা মতাদর্শগত কারণে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

পারিবারিক ও আর্থিক বিরোধ : তদন্তের একটি সূত্র জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের কোনো কোনো সদস্য জড়িত থাকার বিষয়ে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে কারা ফারুকীর বিদেশ সফরসঙ্গী হতেন, তাদের লিঙ্গ, বয়স এসব পর্যালোচনা করে দেখা যাচ্ছে এমনও কেউ কেউ ফারুকীর সফরসঙ্গী থাকতেন যাদের বিষয়ে পরিবারের তীব্র আপত্তি ছিল। তারা কখনও কখনও  ফারুকীর ভক্ত সেজে সফরে যেতেন। এসব নিয়ে তার স্ত্রী-সন্তানদের সঙ্গেও মনোমালিন্য তৈরি হয়েছিল। ফারুকীর মোবাইল ফোনে যেসব ফোন আসত সেগুলোও তারা পর্যালোচনা করেন। এতে নির্দিষ্ট কয়েকটি নম্বরে দীর্ঘ সময় ধরে কথা বলার প্রমাণ মিলেছে। ওই নম্বরের মালিকদের শনাক্ত করে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

শিগগিরই রহস্য উন্মোচিত হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক অনুষ্ঠানে বলেছেন, ফারুকী হত্যাকাণ্ড ও মগবাজারের তিনটি খুন তার নির্বাচনী এলাকাতেই হয়েছে। এজন্য তিনিও খুনের রহস্য উন্মোচনে বেশি তৎপর। আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ফারুকী হত্যায় শনিবার সকালে দু’জন গ্রেফতার হয়েছে। খুনিদের গ্রেফতার ও মামলার মোটিভ নিশ্চিত হওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থা কাজ করে যাচ্ছে। আশা করছি, শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে।

অতিরিক্ত আইজিপি : পুলিশের অতিরিক্ত আইজিপি শহীদুল হক শনিবার দুপুরে ফারুকীর বাসায় যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত চলছে। কয়েকটি কারণে এ খুন হয়েছে। আমরা এখনও মোটিভ নিশ্চিত হতে পারিনি।

ভক্ত নারী আটক : ফারুকী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মাহমুদা আক্তার (৪৫) ও শরিফ মিয়াকে (৩৫) রূপগঞ্জের মঙ্গলখালী এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ আটক করেছে। শনিবার সকাল ১০টায় মঙ্গলখালী শওকত আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। ঢাকা গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল ইসলাম বলেন, সে দীর্ঘ ৩ বছর ধরে মঙ্গলখালী এলাকার শওকত আলীর বাড়িতে ভাড়া থাকত। তার স্বামী মৃত আবদুর রশিদ। আর ছেলে মঞ্জুর হোসেন কর্ণঘোপ এসিএস টেক্সটাইল মিলের প্রকৌশলী। মাহমুদার বাড়ি সাতক্ষীরায় সুন্দরবন টেক্সটাইল মিলের পূর্ব পাশে। অপরদিকে মাহমুদার মোবাইল ফোনে যোগাযোগের প্রমাণ পেয়ে শরিফ মিয়া নামে স্থানীয় এক দর্জিকে আটক করে তারা। শরিফ উপজেলার মঙ্গলখালী এলাকার রফিক মিয়ার ছেলে।

যুগান্তরের সৌজন্যে : প্রকাশ : ৩১ আগস্ট, ২০১৪

জাতীয় এর আরও খবর
রাষ্ট্রপতির সাথে জিল্লুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে জিল্লুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোঃ আবু জাফর রাজুর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোঃ আবু জাফর রাজুর সৌজন্য সাক্ষাৎ

ডিউটি শেষে বাসায় ফেরার পথে এএসপি মুকুলের মৃত্যু

ডিউটি শেষে বাসায় ফেরার পথে এএসপি মুকুলের মৃত্যু

প্রধানমন্ত্রীর সাথে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর মতবিনিময়: দাবী পূরণের আশ্বাস

প্রধানমন্ত্রীর সাথে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর মতবিনিময়: দাবী পূরণের আশ্বাস

বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান: পরিবেশমন্ত্রী

বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান: পরিবেশমন্ত্রী

`হয়তো তুমি নয়তো আর কেউ না’ লিখে শহরে তরুণের আ ত্ম হ ত্যা

`হয়তো তুমি নয়তো আর কেউ না’ লিখে শহরে তরুণের আ ত্ম হ ত্যা

সর্বশেষ সংবাদ
পূর্বদিকে সংবাদ: মৌলভীবাজারের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলি
পূর্বদিকে সংবাদ: মৌলভীবাজারের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলি
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে আবারো খ্রীস্টান যুবকের ইসলাম গ্রহণ
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে আবারো খ্রীস্টান যুবকের ইসলাম গ্রহণ
অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের উদ্বোধন
অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের উদ্বোধন
মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস পালিত
মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস পালিত
১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মৌলভীবাজার
১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মৌলভীবাজার
একাধিক হত্যা মামলার আসামীকে আটক করেছে র‍্যাব
একাধিক হত্যা মামলার আসামীকে আটক করেছে র‍্যাব
স্বাধীনতা দিবস উপলক্ষে ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা
মৌলভীবাজারে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মৌলভীবাজারে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মৌলভীবাজারে শকুন হত্যার ঘটনায় বন বিভাগের মামলা
মৌলভীবাজারে শকুন হত্যার ঘটনায় বন বিভাগের মামলা
প্রাণের কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহতের পর সড়ক অবরোধ
প্রাণের কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহতের পর সড়ক অবরোধ
মৌলভীবাজারে “আত্মার আত্মীয়’র” ইফতার, সেহরির খাদ্য সহয়তা ও নগদ অর্থ বিতরণ 
মৌলভীবাজারে “আত্মার আত্মীয়’র” ইফতার, সেহরির খাদ্য সহয়তা ও নগদ অর্থ বিতরণ 
পবিত্রতা রক্ষা করুন, আলেমদের মুক্তি দিন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন: মুফতী কাসেমী 
পবিত্রতা রক্ষা করুন, আলেমদের মুক্তি দিন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন: মুফতী কাসেমী 
বিষপ্রয়োগ করে ১৩ মহা-বিপন্ন শকুনকে হত্যা, মারা গেছে শিয়াল কুকুর বিড়াল
বিষপ্রয়োগ করে ১৩ মহা-বিপন্ন শকুনকে হত্যা, মারা গেছে শিয়াল কুকুর বিড়াল
‘ফু’ দিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের তিন সদস্য আটক
‘ফু’ দিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের তিন সদস্য আটক
মৌলভীবাজারে মঞ্চস্থ হলো নাটক ’বন্দি’
মৌলভীবাজারে মঞ্চস্থ হলো নাটক ’বন্দি’
মৌলভীবাজারে গার্ল গাইডস কোম্পানি ক্যাম্প অনুষ্ঠিত
মৌলভীবাজারে গার্ল গাইডস কোম্পানি ক্যাম্প অনুষ্ঠিত
আরো ১ হাজার ৪ টি ঘর পাবেন গৃহহীনরা
আরো ১ হাজার ৪ টি ঘর পাবেন গৃহহীনরা
ইউনিয়ন পর্যায়ে দুপ্রকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা
ইউনিয়ন পর্যায়ে দুপ্রকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 
পাথারিয়া বনে আগুন: ৮ দিনেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন
পাথারিয়া বনে আগুন: ৮ দিনেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন

© 2019 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: এম এ রহিম মার্কেট, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
ফোন : ০১৭১২ ৭১৬ ২৪৪, ০১৭১৯ ৮৪১ ৮৬৪, ০১৭২৯-৪৩৩৪৬১, ০১৭১০ ৩৮৩৯৫৬,
ই-মেইল: salahuddinpurbodik@gmail.com, purbodik11@gmail.com, purbodik12@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top