শ্রীমঙ্গলে বাস উল্টে স্কুল ছাত্রীসহ নিহত ২, আহত ১৫, এলাকাবাসীর সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৪, ৭:২২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলের ভৈরববাজার সংলগ্ন মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের বরুনা রাস্তার সম্মুখে যাত্রীবাহী বাস উল্টে স্কুল ছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ৫ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অজ্ঞাত হিসাবে ভর্তিকৃত একজনের অবস্থা গুরুতর হওয়ায় দুপুর ২টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৫ আগস্ট সোমবার সকাল সাড়ে নয়টার দিকে। ঘটনার পর এলাকাবাসী প্রায় সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুপুর সাড়ে ১২টার অবরোধ তুলে নেয়া হয়।
নিহতরা হলেন- বাসযাত্রী মিজু মিয়া (৩০), পথচারী স্কুল ছাত্রী নীলা বেগম (১৪)।
ভর্তিকৃত আহতরা হলেন- সুমি আক্তার (১২) সুবিনা আক্তার (২৯) লিপি আক্তার ১৬) শ্রী কান্ত বর্ধন ৪৯) অজ্ঞাত (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া শ্রীমঙ্গলগামী একটি লোকাল বাস ভৈরববাজার এলাকার বরুনা রাস্তার সামনে পৌঁছলে একটি পাগল বাসকে লক্ষ্য করে ঢিল ছুড়ে এবং চলন্ত বাসের সামনে চলে আসে। এসময় পাগলকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পথচারী শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের পূর্বভাগলপুর গ্রামের বেলাল মিয়ার কন্যা স্কুল ছাত্রী নীলা আক্তার ঘটনাস্থলে ও গুরুতর আহত মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর গ্রামের আরব আলীর ছেলে মিজু মিয়া (৩০) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর মারা যায়।
দুর্ঘটনায় নিহত ভৈরবাজার দি পাকি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লিলি আক্তারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও স্কুলের শিার্থীরা প্রায় সাড়ে ৩ ঘণ্টা সড়ক মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নিয়েছে।