জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড সম্পাদকের সমাজকল্যাণ মন্ত্রীর সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৪, ৩:৫৮ অপরাহ্ণ
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ইউকে ব্রিষ্টল বাথ অ্যান্ড সাউথ ওয়েস্ট এর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খায়রুল আলম লিংকন ১৭ আগস্ট বিকেলে সমাজকল্যাণ মন্ত্রীর সাথে তার বাসভবনে মতবিনিময় করেন।
এ সময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাংবাদিক এম শাহজাহান আহমদ, জেলা তরুণলীগের সভাপতি আব্দুল বাছিত ও সৈয়দ তুহিন আহমদ প্রমুখ।
মতবিনিময়কালে সমাজকল্যাণ মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন এবং সকল যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। সফররত সম্পাদকেও যুদ্ধাপরাধীদের বিচারে বলিষ্ট ভূমিকা রাখায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদকে আন্তরিক অভিন্দন জানান ও সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক আশ্বাস প্রদান করেন প্রবাসী এই নেতা।–বিজ্ঞপ্তি