বড়লেখায় ধর্ষনের ঘটনায় নারীসহ দুইজন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৪, ৬:৪৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বড়লেখা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৪) কে গণধর্ষন এবং তার নগ্ন ছবি মুঠোফোনে ছড়ানোর অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন বড়লেখা উপজেলার পাঁচপাড়া গ্রামের সালেক মিয়া (২৩) ও পূর্ব দৌলতপুর গ্রামের আছমা বেগম (৩২)। গত ৯ আগস্ট শনিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষনের ঘটনাটি ঘটে গত ১৫ জুলাই। গ্রেফতারকৃতদের গতকাল রোববার (১০ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী কিশোরীটি অনেকদিন ধরে তার নানাবাড়ি বড়লেখা উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামে বসবাস করত। ঘটনার দিন সকালে কিশোরীর মামা মখলিছ মিয়ার স্ত্রী আছমা বেগমের সহায়তায় সালেক মিয়া তাকে (কিশোরীকে) জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে পাশের আলাদাদ চা-বাগানের পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষন করে। এসময় বাগানের আরো ৪/৫ জন যুবক ঘটনাটি দেখে সালেক মিয়ার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নেয়। যুবকরা ধর্ষনের পর কিশোরীর নগ্ন ছবি তুলে মুঠোফোনে ছড়িয়ে দেয়। টাকার লোভে আছমা বেগম কিশোরীটিকে অপহরণে সহায়তা করেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে কিশোরীর মা বাদি হয়ে গত ৫ আগস্ট মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সালেক মিয়া ও আছমা বেগমের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। আদালত বড়লেখা থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে গত শনিবার (৯ আগস্ট) বড়লেখা থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করে এবং সেদিন (শনিবার) রাতেই দুইজনকে গ্রেফতার করা হয় ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রোববার (১০ আগস্ট) বলেন, ‘কিশোরীটিকে গণধর্ষণ করা হয়েছে। পরে নগ্ন ছবি (আলোকচিত্র) মোবাইলে ছড়ানো হয়েছে।’