সৌমিত্র দেব টিটো আর নেই, স্মরণ ও শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক::
সৌমিত্র দেব টিটো, ছিলেন কবি, সাংবাদিক। মৌলভীবাজারের সন্তান। মনু নদের তীরঘেঁষে তাঁর জন্ম, বেড়ে ওঠা ও আত্মপ্রকাশ। জেলার সীমানা ছাড়িয়ে বাংলা সাহিত্যের একজন কর্মী হিসেবে তাঁর পরিচিতি আছে দেশজুড়ে। শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখা ছিল তাঁর প্রকাশের মাধ্যম।
এই মানুষটি আর আমাদের মধ্যে নেই। তাঁর অকাল প্রয়াণ আমাদের শোকাভিভূত করেছে। আমরা প্রিয়জন হারানোর বেদনা অনুভব করছি। আমরা মনে করি তাঁর অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে, তা পূরণ হবার নয়। তবে তাঁর সৃষ্টি আরও বহুকাল আমাদের মানসসঙ্গী হয়ে থাকবে, আমাদের সমৃদ্ধ করবে। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
তাঁর পরিবার, স্বজনের সাথে সহমর্মিতা প্রকাশ করছেন কথাসাহিত্যিক সৈয়দ মোহিবুল আমীন, ফসল সম্পাদক ও শিক্ষক আবদুল খালিক, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, কবি ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, প্রাক্তন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, কবি সুনীল শৈশব, কবি পুলক কান্তি ধর, কবি ও সম্পাদক মুজাহিদ আহমদ, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, কবি ও সাংবাদিক সালাহ উদ্দিন ইবনে শিহাব, কবি ও সাংবাদিক নুরুল নাভেদ, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান, সম্পাদক মহিদুর রহমান, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, কবি ও সাংবাদিক আহমদ আফরোজ, লীলানাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খছরু চৌধুরীসহ মৌলভীবাজারের শিল্প ও সংস্কৃতি অঙ্গণের সহযোদ্ধাবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর খিলক্ষেতের লেকসিটির বাসায় মারা যান কবি সৌমিত্র দেব টিটো। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার স্ত্রী পলা দেব তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।