সিরাজাম মুনিরা বার্মিংহাম, ইউকের পরিচালক মাহবুব চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার::
সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার বার্মিংহাম, ইউকের প্রধান পরিচালক আলহাজ মো. মাহবুবুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সিলেট বিভাগীয় পরিচালক ও বিশিষ্ট বিএনপি নেতা ও মো. ফখরুল ইসলাম।
আজ (১২ এপ্রিল) দুপুরে সিলেটের ওসমানীগর থানার মির্জা সহিদপুরস্থ মাহবুব চৌধুরীর বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী ও কবি মাওলানা মুজাহিদুল ইসলাম বুলবুল, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, রাজনগর ডিএস ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও আল ইসলাহ নেতা মাওলানা শফিকুল আলম সুহেল, আলহাজ ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের অন্যতম পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার প্রধান হাফিজ এনামুল হক ও ইন্টারন্যাশনাল জমজম ট্রাভেলস লি. এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান।
পরে আলহাজ মো. মাহবুবুর রহমান চৌধুরী প্রতিষ্ঠিত আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদরাসা ও মুহাম্মদ ইছহাক মিয়া চৌধুরী এতিমখানা পরিদর্শন করেন অতিথিরা। এসময় মাদরাসার ছাত্রদের নিয়ে কাসিদা ও শের গেয়ে শোনান বাংলাদেশের অন্যতম ইসলামি সংগীত শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল।
আলহাজ মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদরাসা ও মুহাম্মদ ইছহাক মিয়া চৌধুরী এতিমখানায় বর্তমানে ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এতিম ছাত্ররা আবাসিক হলে থেকে সম্পূর্ণ বিনাখরছে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। শীঘ্রই মাদরাসা এমপিওভূক্ত হওয়ারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।