শ্রীমঙ্গলে ফাগুয়া উৎসব, আসছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
আসন্ন ফাগুয়া উৎসব উদযাপন কে গিয়ে উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আসছেন এবারের উৎসবে।
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রীতম দাশ জানান, চা বাগান জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় ফাগুয়া উৎসব আয়োজিত হচ্ছে। আগামী ১২ই এপ্রিল, শনিবার, উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়ার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উৎসবের তাৎপর্য ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয় এবং গণমাধ্যমের সার্বিক সহযোগিতায় উৎসবটি সফলভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন প্রীতম।