সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে হাজার মানুষের ঢল, তিনটি জামাত অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০২৫, ১:৫২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ পড়তে হাজারো মানুষের ঢল নামে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে মাঠে।
সোমবার ৩১ মার্চ প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, সকাল সাড়ে ৭ টায় ও সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়।
প্রথম জামাত পূর্বে বক্তব্য রাখেন ও নামাজ আদায় করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। পূরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর প্রশাসক ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। তিনি বিগত দিনের আয় ব্যয় মুসল্লীর সম্মুখে উপস্থাপন করেন।
প্রথম জামাতে ইমামতি করের জেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে উপস্থিত ছিলেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসা প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। সানী ইমাম হিসাবে উপস্থিত ছিলেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
তৃতীয় জামাতে ইমামতি করেন, সুলতানপুর জামে মসজিদের খতিব ও আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম এর মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে উপস্থিত ছিলেন, কাজিরগাঁও জামে মসজিদ খতিব মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।