মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নতি করায় মৌলভীবাজার সামাজিক সংগঠন সমুহের পক্ষ থেকে শুকরিয়া আদায় ও হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূরীকরণে এবং অবিলম্বে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে অবস্থান কর্মসূচি।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সদর হাসপাতালের সম্মুখে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক ফোরাম এর সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর জন্য সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট লেখক সৈয়দ কামাল হোসেন বাবু, সৈয়দ জুয়েল আহমেদ, মশিউর রহমান বেলাল, আবদার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াজিদ, সৈয়দ আখতার হোসেন দুলন, নাজমুল খান, মোঃ মনির উদ্দিন, শেখ তামজিদ হোসেন অভি, আশরাফুল ইসলাম তানভীর, কামরান আহমদ, রেদওয়ান আহমদ ছামী, ইশতিয়াক হোসেন চৌধুরী, রকিব হোসেন ইমন, মোহাম্মদ সুমন, এম মুহিবুর, তারেক হাসান, নায়েব খান, সৈয়দ ইমরান আলী প্রমুখ।
বক্তারা অভিনন্দন জানান আড়াইশো থেকে ৫০০ উন্নতি করনের জন্য মূলে যা সদর হাসপাতালকে, এবং হাসপাতালে যেসব সমস্যা আছে চিহ্নিত করে দ্রুত সমাধান করার, পাশাপাশি অবিলম্বে মৌলবীবাজার সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের।
এই দাবিগুলো বাস্তবায়নে বর্তমান অন্তবর্তী কালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় এর কাছে জেলা প্রশাসক মৌলভীবাজারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।