জেলখানায় নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলখানায় নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও অন্যান্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তোলে দেন। এসময় তাদের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহরযাগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের খোঁজ খবর নিতে আমাদের পাঠিয়েছিলেন। সঙ্গে তারেক রহমান এর সরাসরি তত্বাবধানে পরিচালিত বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নিহত এ পরিবারের পাশে বিএনপি সব সময় পাশে থাকবে বলেও জানান তারা।
উল্লেখ বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রতিপক্ষের হাতে শারীরিক নির্যাতনে মৌলভীবাজার জেলা কারাগারে মারা যান।