মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগীতা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে কোরআন তিলাওয়াত প্রতিযোগীতা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
সোমবার (১৭ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজে দশটি মাদরাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ নেয়। কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম চৌধুরী শাহান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মুজাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুহিত, আব্দুল হাকিম।
প্রতিযোগিতায় তিনজনকে বিজয়ী পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকরী প্রত্যেকেই উপহার সামগ্রী প্রদান করা হয়। মাহে রমজান উপলক্ষ্যে ব্যতিক্রমী এই আয়োজন সাধারণ শিক্ষার্থীরা উপভোগ করছে বলে জানায় ছাত্রদল।