মৌলভীবাজার পৌর জামায়াতের ৯নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
জনশক্তিদের সতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো মৌলভীবাজার পৌরসভা ৯নং ওয়ার্ডের মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ মার্চ ওয়ার্ডের সভাপতি হাফেজ আলম হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা হারুনুর রশীদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হারিছ। এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গদের উপস্থিতি, আলোচনা, ভালোবাসা ও সহযোগিতায় সুন্দর ভাবে সম্পন্ন হয়।