শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
আজিজুল ইসলাম রিয়াদ, মৌলভীবাজার::
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে হযরত শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের অর্থায়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মৌলভীবাজারের সভাপতি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশফাকুর রহমানের সঞ্চালনায় চাদনীঘাট ইউনিয়নের শতাধিক মানুষের মাঝে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তৈল, আলু, ডাল, পিয়াজ, ছোলা, খেজুর।
এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব দিলদার হোসেন, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আহমদ আলী, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক রাজু আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আব্দুর রহিম, সদস্য ফাহিম আহমদ প্রমুখ।
শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু জানান, সিয়াম সাধনা ও আত্নপরিশুদ্ধির মাস পবিত্র মাহে রামাদান। আমরা প্রতিবছরের ন্যায় এবারও খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছি এবং মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আমাদের সমাজে অনেক অসহায় সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্যার্থে সুখ-দুঃখ ভাগাভাগি করার মধ্যে আল্লাহর সন্তুষ্টি ও আত্মতৃপ্তি রয়েছে। এজন্য সামাজিক, রাজনৈতিক ও সমাজসেবী বৃত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।