বার্মিংহাম লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনর্গঠন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
ইউকে বার্মিংহাম ঐতিহ্যবাহী লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি দি ব্রিটিশ মুসলিম স্কুলের হলরুমে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান সাহেবের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা রফিক আহমদ সাহেব। এতে উপস্থিত ছিলেন মাওলানা রফিক আহমদ,মাওলানা রোকন উদ্দিন আহমদ , মোঃ মিসবাহুর রহমান, মোঃ খোরশেদ উল হক, মোহাম্মদ এমদাদ হোসেন, মাওলানা হুসাম উদ্দীন আল হুমাইদী, মাস্টার আব্দুল মুহিত, মাওলানা গুলজার আহমদ, হাফিজ আবুল হোসেন, হাজী তারা মিয়া,রফিক মিয়া লিটন,হাজী আলতাফুর রহমান ও হাজী সাহাব উদ্দিন প্রমুখ ।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়, বিশেষ করে আসন্ন রামাদ্বানুল মোবারকে চ্যনেল এটিএন বাংলায় ১৮ রামাদ্বান মঙ্গলবার লাইভ ফান্ড রাইজিং এর জন্য সিদ্ধান্ত হয়। এবং সকলের সহযোগিতা কামনা করা হয়েছে । ফান্ড রাইজিং এর পূর্বে ৯ রামাদ্বান রবিবার ইফতার মাহফিল আয়োজনের জন্য সিদ্ধান্ত হয়। এছাড়াও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ২০২৫-২০২৭ এর এক্সিকিউটিভ কমিটি পূর্ণগঠন করা হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কমিটি পুনর্গঠন করা হয়।
চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান, ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক আহমেদ, মাওলানা রোকন উদ্দিন আহমদ, কাজী আঙ্গুর মিয়া, সেক্রেটারি মোঃ মিসবাহুর রহমান, জয়েন্ট সেক্রেটারি- খোরশেদুল হক, মোঃ এমদাদ হোসাইন, ট্রাজারার হাফিজ আবুল হোসেন বাবুল, জয়েন্ট ট্রাজারার রফিক মিয়া লিটন , প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমাইদী, মেম্বারশীপ সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মুনিম, এক্সিকিউটিভ মেম্বার মাষ্টার আব্দুল মুহিত , এক্সিকিউটিভ মেম্বার মাওলানা গুলজার আহমদ, এক্সিকিউটিভ মেম্বার হাজী আলতাফুর রহমান, এক্সিকিউটিভ মেম্বার হাজী সাহাব উদ্দিন। পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।