জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্যকোনও নির্বাচন মেনে নেবেনা: মৌলভীবাজারে আরিফুল হক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য সাবেক সিটি মেয়র মো: আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্যকোনও নির্বাচন মেনে নেবেনা, জাতীয় নির্বাচনে যে দল জয়লাভ করবে, তারাই স্থানীয় নির্বাচনসহ অন্য নির্বাচনগুলো করবে। অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীর সামনে নির্বাচন দিন ধার্য্য করে ঘোষণা দিতে হবে। জাতীর স্বার্থবিরোধী ও গণতন্ত্র বিরোধী যেকোনও কর্মকান্ড জনগণ রোখে দিবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার প্রাঙ্গনে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাস্ট্রে পতিত ফ্যাসিবাদদের দোসরদের নানান চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের দাবীতে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের মত না হয়ে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রুয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের মত না হয়ে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রুয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা সবাই বলেন, কোন টালবাহানা না করে দেশী বিদেশী চক্রান্তের খপ্পরে না পড়ে অচিরেই জাতীয় নির্বাচন দিতে হবে। প্রধান অতিথি সিলেটের সাবেক মেয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক জিয়ার নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে কাজ করতে হবে। যাকে দল মনোনয়ন দেবে তাকে জনগণের ভোটে নির্বাচিত করে নিয়ে আসতে হবে। তিনি বলেন, দলেল কোনও নেতাকর্মী দখলবানিজ্য ও চাঁদাবাজীতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।