মৌলভীবাজারে প্রেরণা মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান
দেশের উন্নয়নে সৎ মানুষের বিকল্প নেই: ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সৎ মানুষের বিকল্প নেই। বিগত সময়ে সততার দাপন করা হয়েছে। সৎ মানুষ তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষা বাধ্যতা মূলক করতে হবে। ধর্মী শিক্ষা মানুষকে সালিন ও মার্জিত করে গর্হিত কাজ থেকে বিরত রাখে।
মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীতে প্রেরণা মেধা বৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো: সিতাব আলীর পরিচালনায় ও সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, প্রফেসর ড. আবু ইউসুফ শেরউজ্জামান, প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, প্রফেসর লে: কর্ণেল (অব) ছয়ফুল কবির চৌধুরী, প্রফেসর মো: শহীদুল্লাহ ও মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটি’র চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিণিয়ার মো: শাহেদ আলী।
সম্মিলিত মেধা বৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তোলে দেয়া হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮ম ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
অপর দিকে বিকেলে শহরের রেস্ট ইন হোটেলে মৌলভীবাজার ইসলামিক সোসাইটি’র উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভুমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
মৌলভীবাজার ইসলামিক সোসাইটি’র চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো: ইয়ামীর আলী’র পরিচালনায় সেমিনারে বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।