বিয়ানীবাজারে এলডিপি নেতার বাড়ীতে হামলা ও ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের যুক্তরাষ্ট্র প্রবাসী এলডিপি নেতা আতাউল গনি সুজেলের বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। এসময় তারা বাড়ীর মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, এলডিপি নেতা আতাউল গনি সুজেল স্থানীয় আওয়ামীলীগ ক্যাডারদের নির্যাতনের শিকার হয়ে ২০২৩ সালে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি বাংলাদেশে থাকাকালীন সময় এলডিপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এজন্য পূর্ব থেকেই তার সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরোধ ছিল। রাজনৈতিক শত্রুতার জের ধরে তিনি বিভিন্ন হুমকি ও হামলার শিকার হন।
জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে সুজেলের সাথে চাচা ফরিজ উদ্দিনের সাথেও তার মনোমালিন্য ছিল। যার ফলে ফরিজ উদ্দিন আওয়ামীলীগ নেতাদের সাথে হাত মিলিয়ে তার ও তার পরিবারের উপর নির্যাতন করেন। সোমবার ১০ ফেব্রুয়ারী কয়েকজন আওয়ামীলীগ ক্যাডার আতাউল গনি সুজেলের বাড়িতে গিয়ে তার মায়ের নিকট তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চায়। তার মায়ের নিকট থেকে কোন সদুত্তর না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে ঘরে রক্ষিত মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে।
স্থানীয় কামরুল ইসলাম, সাবানা বেগম, সুইটি আক্তার, রুবি বেগম ও হারুনুর রশীদ সহ কয়েকজন জানান, বেশ কিছুদিন থেকে আতাউল গনি সুজেলের পরিবার মানসিক যন্ত্রণায় ভুগছে। শুনেছি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীর সাথে মিলিত হয়ে ফরিজ উদ্দিন তাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। এজন্য তারা ভয়ে বাড়িতে দিনাতিপাত করছেন।
কামরুল ইসলাম বলেন, আতাউল গনি সুজেলের মতো তার অন্যান্য ভাইয়েরাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশের বাহিরে অবস্থান করছেন। তার পরিবারের লোকজন আওয়ামীলীগ বিরোধী রাজনীতির সাথে জড়িত হওয়ায় তাদের বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাংচুর করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। তারা নিরাপত্তার জন্য কারও সাথে যোগাযোগ রাখছেননা। আমরা জানতে পেরেছি প্রশাসনের কাছে গিয়েও তারা কোন প্রকার আইনী সহযোগীতা পাচ্ছেননা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, এরকম ভাংচুরের ঘটনা ঘটলে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।