বিএনপি নেতা গাজী মারুফের কবর জিয়ারত করলেন নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বিএনপি নেতা গাজী মারুফের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা গাজী মারুফ আহমেদের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
এসময় জেলা – উপজেলা, পৌর ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের নেতাকর্মীগণ তাঁর সঙ্গে ছিলেন।
কবর জিয়ারত শেষে নাসের রহমান গাজী মারুফের পরিবারের সদস্যদের সাথে কথা বলে শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।