উত্তরভাগ ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় উত্তরভাগ ইউনিয়ন এর ছোয়াবআলী বাজারে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ ইয়ামির আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মিসবাহ উল হাসান, রাজনগর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, উত্তরভাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড সভাপতি মোতাহির আলম, উত্তরভাগ ইউনিয়ন সেক্রেটারি মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
রাজনগর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান ২০২৫-২৬ শেষনের জন্য আব্দুল কাইয়ুম টিটু কে সভাপতি ও নুর আলম শাহ কে সেক্রেটারি দিয়ে ১৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।