মৌলভীবাজারে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে এসএ টিভি’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২০ জানুয়ারী) দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসএ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মহসীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, এসএ পরিবহন মৌলভীবাজার শাখার ম্যানেজার রিয়াজ মোহাম্মদ, শ্রীমঙ্গল শাখার ম্যানেজার আমির হোসেন, জাতীয় নাগরিক কমিটির নেতা ফাহাদ আলম, মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসিন ও সিঙ্গার মৌলভীবাজার শাখার ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ।
এছাড়াও উৎসবে সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবীদ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা এসএটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার ভুয়সী প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের সাফল্য কামনা করেন ।