শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে আইএস ইন্টারন্যাশনাল এর লেপ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়ন-এর বর্মাছড়া চা-বাগানে প্রায় ১০০ চা শ্রমিকদের মধ্যে লেপ বিতরণ করা হয়।
বাগানের নব নির্মিত স্কুল মাঠে লেফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেলা বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় মৌলভীবাজার এর নাজির, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল, মৌলভীবাজার স্বাস্থ্য সহকারী দীনেন গোয়ালা, উজেলা ভুমি অফিস স্টাফ বিক্রম বৈদ, যুগ্ন অর্থ সূচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আহবাব আল হামিদী,কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক সাফওয়ান বক্স আসিফ,ফয়ছল আহমদ শাহী, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান, জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদোয়ান আহমদ ছামী, হাম্মাদ সাদী প্রমুখ।
মিঠুন সাঁওতাল বললেন, প্রথমবারের মতো কেউ আমাদের শীতের লেফ দিল। খুব আনন্দ লাগছে। বয়স হয়েছে। তাই শীতও বেশি লাগে। কিন্তু লেফ কেনার শক্তি নেই। বাবুল মিয়া বলেন, মাঘের শীতের রাতে খুব কষ্ট হয়। এই লেফ আমাদের জীবনের জন্য আর্শীর্বাদ।
চা বাগানের শ্রমিক প্রতাপ গড় বলেন, নতুন লেফ পেয়ে আমাদের খুব উপকার হলো। লেফ এর মানও খুব ভালো। আশপাশের অনেকে লেফ পেয়েছে। তবে এত ভালো লেফ কেউ দেয়নি। লেফ খুব ভালো। সুবল বলেন, চা বাগানের শ্রমিকদের জীবন আলাদা। আর বর্মাছড়া চা-বাগান একটু ভেতরে হওয়ায় কেউ সাধারণত আসতে চায় না। আপনারা এতদূর কষ্ট করে এসে শীতের লেফ দিয়েছেন। জীবনে প্রথমবার লেফ দেওয়ায় আপনাদের ধন্যবাদ।
বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, বিআইএস ইন্টারন্যাশনাল চা বাগানের শ্রমিকদের মাঝে লেফ বিতরণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। সমাজের অনেকে অসহায় ও হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে এলেও চা শ্রমিকদের কথা অনেকে ভুলে যান। তিনি যাদের সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামটি সফল হয়েছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান।