মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
এ বন্ধু সিদ্ধার্থদের পাশে দাঁড়াই সবাই মিলে। এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত স্বীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান-২৫ পালিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম মোস্তফাপুর এলাকায় শীতবস্তু উপহার প্রদান করা হয়।
কাজী ফাহাদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড সভাপতি জনাব আব্দুল কাদির রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল,মোস্তফাপুর ইউনিয়নের অর্থ সম্পাদক সালেহ আহমদ সুমন সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল বলেন, আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একান্ত ইচ্ছা ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে শীত বস্ত্রগুলো পৌঁছে দেওয়ার,কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে দিতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলাম তার সৃষ্টিলগ্ন থেকে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে যার যেই প্রয়োজন রয়েছে। জামায়াতে ইসলাম তার সাধ্যের আলোকে জাতীয় বৃহত্তর স্বার্থে সব সময় ঐক্যের ভিত্তিতে কাজ করে গেছে। ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে যদি প্রয়োজন মনে করেন। যেকোনো স্বার্থে বা ডাকে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ।