ইউকে মিডল্যান্ডস আল ইসলাহ ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে এর যৌথ উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশন ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের যৌথ উদ্যোগে বিশ্ব বরেন্য ইসলামী ঢিন্তাবিদ, রঈসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাযুল মুহাদ্দিস, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭ তম ইন্তিকাল বার্ষিকী ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর অন্যতম ফাউন্ডার সাবেক মেয়র আলহাজ্ব কাউন্সিলর আহমেদ উল হক এমবিই এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত ১৫ জানুয়ারি বুধবার বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সান্ডওয়েল গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল ও আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা এম এ কাদির আল হাসান।
আল ইসলাহ মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দির পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মো. খুরশিদ-উল হক, সিরাজাম মুনিরা এডুকেশন সেন্টারের পরিচালক ও মিডল্যান্ডস আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব হাফিজ সাব্বির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মাওলানা রুকনুদ্দীন আহমদ, বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা মাহবুব কামাল, মাওলানা আখতার হোসাইন জাহেদ, গাউছিয়া জামে মাসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান, শাহজালাল মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন।
মাহফিলে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউকের সাবেক জেনারেল সেক্রেটারী মোঃ এমদাদ হোসাইন, কাউন্সিল মেম্বার মাষ্টার আব্দুল মুহিত, দি ব্রিটিশ মুসলিম স্কুলের হেড অফ এডমিন মাওলানা গুলজার আহমেদ, কভেন্ট্রি ফুলতলী ইসলামিক সেন্টারের পরিচালক আলহাজ্ব জসিম উদ্দিন, দ্যা ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা দুলাল আহমদ, হাফিজ হোসাইন আহমদ , হাফিজ আব্দুল্লাহ আল নাইম, ওয়ালছল আল ইসলাহ’র প্রেসিডেন্ট মাওলানা নোমান আহমদ , সেক্রেটারি ক্বারী আবুল খয়ের,বার্মিংহাম আল ইসলাহর সেক্রেটারী হাফিজ সামিম আল মামুন, সান্ডওয়েল শাখার সেক্রেটারী হাফিজ আলী হোসেন বাবুল , এটিএম সাদ উদ্দিন, হাফিজ আবুল হোসাইন, , হাজী সাহাব উদ্দিন ,মোঃ আব্দুল লতিফ ।
শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত এবং নাশিদ পরিবেশন করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের ছাত্র মুজাম্মিল আহমদ, হাফিয রাইহান আহমদ ও আবু বকর সিদ্দীক। আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ এর শানে মর্সিয়া পাঠ করেন আল ইসলাহ ওয়ালছল শাখার সেক্রেটারী ক্বারী আবুল খয়ের এবং ওরগেনাইজিং সেক্রেটারি মোঃ ময়নুল ইসলাম ।
এদিকে হযরত ফুলতলী ছাহেব কিবলাহর ঈসালে সাওয়াব উপলক্ষে বেশকিছু কুরআন শরীফের খতম, দালায়েলুল খায়রাত শরীফের খতম সম্পন্ন হয়। পরে মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।