সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জে বেলিরাসোৎসব
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে ।
সড়জমিনে গিয়ে দেখা যায়, তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহ, ঢাক-ঢোল, খোল-করতালের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়। দুই দিন থেকে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে উৎসবের রং ফুটেছে মণিপুরী বাড়িগুলোতে। রাস মণ্ডপে বাহারি রঙে সাজসজ্জা করে প্রস্তুত করা হয়েছে ব্যস্ত শিল্পীরা। নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বেলিরাস রাসোৎসব। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসব।
বেলিরাস রাসোৎসবের উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরের মতো এবছরও উত্তর বালিগাঁও গ্রামের মনিপুরী সম্প্রদায়ের ১১৫তম পৌষ সংক্রান্তি উপলক্ষে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসবে।