১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ’র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন -আলহাজ হাফিজ সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক ::
১৫ জানুয়ারি ফুলতলীতে অনুষ্ঠিতব্য ঈসালে সাওয়াব মাহফিল সর্বাত্বকভাবে সফল করার আহবান জানিয়েছেন সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টার বার্মিংহাম, ইউকের পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদ।
তিনি আজ সোমবার (১৩ জানুয়ারি) যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে পাঠানো এক বিবৃতি বলেন, ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত বুযুর্গ ছিলেন। তাঁর উপাধি ছিল শামছুল উলামা বা আলেমদের সূর্য্য। বাংলাদেশ ও ভারতে তাঁর লক্ষ্য লক্ষ্য মুরিদ ও অনুসারি রয়েছেন। প্রতিবছর লাখো লাখো মানুষ তাঁর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত ঈসালে সাওয়াব মাহফিলে যোগদান করেন।
হাফিজ সাব্বির আহমদ প্রতিবছরের ন্যায় এবারও ফুলতলীতে অনুষ্ঠিত ঐতিহাসিক এই মাহফিলের সফলতা কামনা করে বলেন, এই মাহফিল রুহানিয়াতের মাহফিল। এখানে হাজার হাজার পবিত্র কুরআন শরীফের খতম, বুখারি শরীফের খতম করা হয়। জিকির, আযকার, তাওবা, ইস্তেগফার ও বারবার দোয়া করা হয়। লাখো লাখো মানুষের লা ইলাহা ইল্লাহর ধ্বনিতে মুখরিত হয় বালাই হাওর প্রান্তর। হযরত মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী) নাসিহাহ প্রদান করেন। তিনি সিরাতুল মুস্তাকিমের পথে চলার নির্দেশনা প্রদান করেন।
হাফিজ সাব্বির আহমদ এই মাহফিলকে সর্বাত্বকভাবে সফল করার জন্য ছাহেবের আশিকিন, মুহিব্বিন ও সর্বস্থরের মুসলিম জনতার প্রতি আহবান জানান।