হাজী রাশিদ আলী আহলে মোহাব্বাহ ইউকের উপদেষ্টা মনোনীত
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
বার্মিংহাম, ইউকে সংবাদদাতা :
ইন্টারন্যাশনাল কালচারাল ইয়ূথ অর্গানাইজেশন আহলুল মোহাব্বাহ ইউকে এর উপদেষ্টা মনোনীত হয়েছেন হাজী মোহাম্মাদ রাশিদ আলী।
গত ১৩ ডিসেম্বর সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে উপদেষ্টা মনোনীত করা হয়।
আহলে মোহাব্বাহ ইউকে ভিত্তিক একটি ইসলামি সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘদিন ধরে ব্রিটেনের বিভিন্ন রিলিজিয়াস প্রোগ্রামগুলোতে তারা সুনামের সাথে পারফর্ম করে আসছে। এছাড়া এককভাবে বার্মিংহামে ইন্টারন্যাশনাল কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সংগীত পরিবেশন করেন।
এই সংগঠনের সাথে ইসলামি তাহযিব-তামাদ্দুনে উদ্বুদ্ধ ব্যক্তিবর্গ জড়িত আছেন। এবার যুক্ত হলেন বিশিষ্ট দানবীর ও সাউথ লন্ডন ডালউইচ মসজিদের ফাউন্ডার (ট্রাস্টি মেম্বার) হাজী মোহাম্মদ রাশিদ আলী। আহলে মোহাব্বাহ পরিবারের সদস্য হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের ফাউন্ডার ক্বারী মো. গোলাম মাহফুজ ও মো. হানিফ উদ্দিন।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ রাশিদ আলী ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদ এবং ইস্ট লন্ডন জামে মসজিদের নিয়মিত সহযোগি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ইউকে থেকে ফান্ডরাইজিং করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন। বর্তমানে তিনি বার্মিংহামে বসবাস করছেন। বার্মিংহামস্থ সিরাজাম মুনিরা জামে মসজিদের তিনি একজন নিয়মিত মুসল্লি। এছাড়াও তিনি দেশে-বিদেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন।