২১ ডিসেম্বর সরকারি স্কুল মাঠে
মৌলভীবাজারে জামায়াতের কর্মীসম্মেলনে ৫০ হাজার মানুষের টার্গেট
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারে দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে বৃহৎ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামি। জেলার সবকটি উপজেলা ও পৌর কমিটি পূণর্গঠনের পর ২১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন করতে যাচ্ছে দলটি। এতে ৫০ হাজার লোক জমায়েতের টার্গেট তাদের। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা সম্মেলন সফল করার লক্ষ্যে জেলার আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন।
জানা যায়, আওয়ামী শাসনামলে দমন-পীড়ন ও নিপীড়নমূলক মামলা ও পুলিশি হয়রানীতে কোণঠাসা ছিলেন দলের নেতাকর্মীরা। প্রশাসনিক অনুমতি না থাকায় এতোদিন প্রকাশ্যে তারা কোন কর্মসূচি বাস্তবায়ন করতে পারেন নি। অনুমতি ছাড়া কর্মসূচি পালন করতে গেলেই পুলিশি হয়রানী ও মামলা- মোকাদ্দমা ছিল নিত্যসঙ্গী। তবে সাংগঠনিকভাবে দলকে জীবিত রাখতে আভ্যন্তরীন কর্মসূচি চলমান ছিল বলে দলীয় সূত্র জানায়। এদিকে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় জাতীয় রাজনীতির পাশাপাশি মৌলভীবাজার জেলায়ও জামায়াতের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। দল গোছাতে ইতোমধ্যে জেলা কমিটি পূণর্গঠনের পরপরই উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা এখন সক্রিয়ভাবে দলীয় কার্যক্রম বেগবান করতে মাঠ চষে বেড়াচ্ছেন।
জামায়াতের দলীয় সূত্র জানায়, অক্টোবরে জামায়াতের জেলা কমিটি পূণর্গঠন করা হয়। পরে নেতৃবৃন্দ ৮ নভেম্বরের ভেতর সকল উপজেলা ও পৌর কমিটি, ৩০ নভেম্বরের ভেতর ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট কমিটির নির্বাচন সম্পন্ন করেন। জেলার সবকটি শাখা কমিটি গোছানোর পর গত ২৫ নভেম্বর জামায়াতের বিশেষ কর্মপরিষদ বৈঠক কর্মী সম্মেলনের সিদ্ধান্ত নেয়। জেলা শাখার আয়োজনে আগামী ২১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কর্মীসম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জেলার প্রতিটি ওয়ার্ড থেকে জামায়াতের বর্তমান ও সাবেক দায়িত্বশীল ছাড়াও সাধারণ সমর্থকরা যোগ দেবেন বলে জামায়াত আশাবাদি। এছাড়া ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির, শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করবে দলটি।
ইতোমধ্যে ২১ ডিসেম্বরের এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে শহরে কয়েকদফা প্রচার মিছিল ও মোটর সাইকেল শোডাউন করেছেন দলের নেতাকর্মীরা। জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাঁটানো হয়েছে কর্মীসম্মেলনের পোস্টার। এছাড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন শহরের মোড়ে মোড়ে টানানো হয়েছে। জেলা শহরে নির্মাণ করা হয়েছে কর্মীসম্মেলনের তোরণ। এদিকে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সম্মেলন স্থল পরিদর্শন করেছেন।
কর্মীসম্মেলনের পোস্টারে উল্লেখিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. মো. শফিকুর রহমান, বিশেষ অতিথির মধ্যে রয়েছেন সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীরর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামি মৌলভীবাজার জেলার আমির ইঞ্জনিয়ার মো. শাহেদ আলী।
মৌলভীবাজার জামায়াতের জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী বলেন, কর্মী সম্মেলনকে ঘিরে পুরো জেলায় কাজ করছেন আমাদের দায়িত্বশীলরা। আশা করছি দলের সর্বস্থরের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে যোগ দেবেন। তিনি সম্মেলনে ৫০ হাজারের মতো নেতাকর্মী ও সমর্থক জমায়েত হবেন বলে আশা প্রকাশ করেন।