বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের আলোচনা সভা ও দোয়া
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে জেলা জামায়াত।
সোমবার ১৬ ডিসেম্বর মৌলভীবাজার পৌরসভার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। মৌলভীবাজার জেলা জামায়াতের মহান বিজয় দিবসের আলোচনা সভায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। মৌলভীবাজার জেলা জামায়াতের মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামির আলী। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারি সেক্রেটারী জেনারেল শাহ আলাউদ্দিন, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সেক্রেটারী দেওয়ান আশিক আল রশিদ প্রমুখ। এছাড়া জামায়াতের যুববিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহরে বিভিন্ন সময় বিজয় মিছিল বের করে।