শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মক্তব ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের সভাপতিত্বে ও মক্তব শিক্ষা কেন্দ্রে শিক্ষক মাওলানা মো. কামাল উদ্দিন আল-হাবিব’র পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশনের হিসাব সহকারী মো. পাবেল চৌ:, ইমাম মো. আব্দুল গফুর, মো. নাছির উদ্দিন, ইমাম মো. ছালিক মিয়া, ভারপাপ্ত মো. মিনহাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্টানে ছোট-বড় ছেলেদের দৌড় প্রতিযোগিতা, জাম্প, হাড়ি ভাংগা, রশি লাপ,চেয়ার খেলাসহ বল নিক্ষেপ প্রতিযোগিতা হয়। ইসলামিক মিশনের অধীনে পরিচালিত ৯টি মক্তবে পৃথকভাবে ১০টি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৮০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে ৩০ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।