রিয়াজ সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক
রাজনগর উপজেলা আল ইসলাহ’র কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
রাজনগরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার গালফ কমিউনিটি সেন্টারে উপজেলা সভাপতি মাওলানা রিয়াদুস সালিহিন রিয়াজ এর সভাপতিত্বে ও হাফিজ ফরহাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, সহকারী নির্বাচন কমিশনার জেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুর রহমান আখই।
সর্বসম্মতিক্রমে কাউন্সিলে মাওলানা রিয়াদুস সালেহীন রিয়াজকে সভাপতি, সোহেল আহমদ সাধারণ সম্পাদক ও হাফিজ ফরহাদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি হাজী মতছির আলী, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুজাহিদ উদ্দিন, শেখ রফিক মিয়া, ডা. সৈয়দ শওকত আলী, সহ সাধারণ সম্পাদক মো. নিলুর রহমান, হাফিজ শাহনেওয়াজ আহমদ, মাওলানা হাসান আহমদ, হাফিজ মাওলানা জাকির হোসেন, শেখ মোশাহিদ আলী, মাওলানা রাহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, মাওলানা আব্দুল হামিদ, কামরুল ইসলাম শাহান, আবুল কাশেম তরফদার, হাফিজ ছিফত আলী, প্রচার সম্পাদক মাওলানা গৌছুজ্জামান, সহ প্রচার সম্পাদক মো. এনাম হোসেন, মো. আলী আকবর, মাওলানা দেলওয়ার আল হোসাইনী, অর্থ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, প্রশিক্ষন সম্পাদক মিফতাউল বশর চৌধুরী জুলহাস, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ফারুক আহমদ, মাওলানা আল আমীন, মাওলানা আব্দুল কাইয়ূম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, রায়হান চৌধুরী, হাফিজ সাহাব উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, পাঠাগার সম্পাদক মাওলানা জুনেদ তরফদার, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জুবায়ের আহমদ আল জারেরী, হাফিজ কয়েছ আহমদ, অফিস সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, হাফিজ তোফায়েল আহমদ, হাফিজ মিনহাজুল ইসলাম, হাফিজ শওকতুল ইসলাম, ক্বারী আব্দুল কাইয়ূম, সমাজ কল্যান সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম সহ সমাজ কল্যান সম্পাদক মাস্টার মোর্শেদ আহমদ, ডাঃ আমজাদ হোসেন, খন্দকার আজমল আলী, আব্দুল মুকতি, তছকির আলী, কামরান হোসেন।
কার্যনির্বাহী সদস্য- ডাঃ রওশন আহমদ, মাওলানা রাসিম আহমদ, হাফিজ নুরুল ইসলাম, হাফিজ শাওন আহমদ, মোহাম্মদ পংকি মিয়া, মাসুক মিয়া, মোস্তফা মিয়া, ডা. আব্দুল আউয়াল, কারী শাহীন আহমদ, হাফিজ শিপন আহমদ, আলা উদ্দিন চৌধুরী।