শ্রীমঙ্গলে ১০৪ পিস ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ
![](http://purbodeek.net/files/uploads/2024/12/Yaba.jpg)
File pic
শহর প্রতিনিধি ::
শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকা থেকে ১০৪ পিস ইয়াবাসহ সুমী বেগম (২৫) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে আটক করার পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা রুজু করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ এলাকার রেললাইন সংলগ্ন ছত্তার মিয়ার কলোনিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি পলিব্যাগ থেকে ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত নারী সুমি বেগম এই কলোনিতে স্বামী রিপন মিয়ার সাথে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছয়ত্রিশ গ্রামে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কাশেম সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ইয়াবাব্যবসায়ী নারীর বিরুদ্ধে মাদক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাকি/১৫ ডিসেম্বর/২