জিয়াউর রহমান আওয়ামী লীগকে পূণর্জন্ম দিয়েছিলেন -এম নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন- এ দেশটাকে ধ্বংস করার জন্য হিটলারের প্রেতাত্মা আওয়ামী লীগারদের মাঝে জন্মেছে। আর ১৯৭৫ সালে আওয়ামী লীগের কবর রচনা করে গিয়েছিলেন তার বাবা। শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ যাওয়ার গুম, খুন ও গণহত্যার রাজনীতি শুরু করেছিল। আওয়ামী লীগ এখন তাদের রাজনীতি করার সমস্থ অধিকার হারিয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এম নাসের রহমান আরও বলেন, শেখ হাসিনা দম্ভ করে বলতেন ‘শেখ হাসিনা কখনো পালায় না।’ তাহলে ৫ আগস্ট কে দেশ ছেড়ে পালিয়েছিল? সাড়ে ১৫ বছরের রাম রাজত্ব করে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনা কি দেশ ছেড়ে একবার পালিয়েছে? না সে বহুবার পালিয়েছে। ১৯৮১ সালে ৩০ শে মে যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামে নৃশংসভাবে হত্যা করা হয় সেদিন আখাউড়া বর্ডার দিয়ে বোরকা পরে তিনি ভারতে পালিয়েছিলেন। এরপর ওয়ান ইলেভেনে সময়ও দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন।
স্বাধীনতার ঘোষক কে এ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে দ্বিতীয়বার পূণর্জন্ম দিয়েছিলেন। আজ তারা বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয়। তাহলে কে ঘোষণা দিয়েছিল? তার বাবা দিয়েছিল? কেমন করে দিয়েছিল বিডিআর এর তার বার্তা দিয়ে? ওয়্যারলেস দিয়ে? তো ওয়্যার লেস টু ওয়্যার লেস। দুইটা ওয়্যার লেস দিয়ে যদি কথা হয় তাহলে সারাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণা জানালেন কিভাবে? ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বার বার স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, আশিক মোশাররফ, মোহাম্মদ হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান, মতিন বকস, আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, আবুল কালাম বেলাল, আনিসুজ্জামান বায়েস, যুক্তরাজ্যস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাহ সাইফুল আখতার লিখন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সেলিম সালাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরওয়ার মজুমদার ইমন প্রমুখ।
সাকি/১৫ ডিসেম্বর/১