রাজনগরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তিলাওয়াত করেছেন বাংলাদেশসহ আরব বিশ্বের ক্বারীগন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি::
মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলায় প্রথম বারের মতো বাংলাদেশ ও আরব বিশ্বের কয়েকটি দেশের ক্বারীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন।
বুধবার (১১ই ডিসেম্বর) বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ৬নং টেংরা ইউনিয়ন শাখার যৌত উদ্যোগে উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে এ ক্বিরাত সম্মেলন।
বাংলাদেশ ও আরব বিশ্বের ক্বারীদের মধ্যে তিলাওয়াত করেছেন, মিশর থেকে শাইখ ইয়াসির শারক্বাউঈ, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, ইরান থেকে ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ, বাংলাদেশের ক্বারী সাইফুল ইসলাম ও হাফিজ ক্বারী মুজাম্মিল আহমদ তারা তাদের কোরআনের স্বরলহরীতে শ্রোতাদেরকে মুখরিত করে তুলেন।
দুপুর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক কিরাত সম্মেলনে বাদ মাগরি প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী, হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী,টেংরা বাজার সর্দার শাহ দরগা মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও: তারেক আহমদ এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম, জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ মাও: আলাউর রহমান টিপু, কাজী মাও: ফজলুল হক খান সাহেদ, সাহেদ আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহর প্রচার সম্পাদক, মাও: শফিকুল আলম সুহেল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মাও: সিরাজুল ইসলাম,রাজনগর উপজেলা আল ইসলাহর সভাপতি, মাও: রিয়াজ উদ্দিন,সাধারণ সম্পাদক,হাজী সোহেল আহমদ, দৈনিক ইনকিলাবের রাজনগর উপজেলা প্রতিনিধি, মুহাম্মদ গৌছুজ্জামান, মাও: লোকমান খান নবীন,মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি, আলী রাব্বি রতন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া ইমন, রাজনগর উপজেলা তালামীযের সভাপতি,আলী হুসাইন মিতুল, সাধারন সম্পাদক, আবু সালেহ শিপু,রুহুল আমীন তরফদার কাশেম, জুনেদ আহমদ তরফদার,রাহেল আহমদ,জুনেল আহমদ,প্রমূখ।