যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকান্ড; শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলেন মা-চাচী
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ
শহর প্রতিনিধি
মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নে যুবলীগ নেতা শেখ রুমেলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার বয়োবৃদ্ধ মা ও চাচী মারা গেছেন। ঘটনাটি গতকাল শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে যুবলীগের জেলা সহ-সভাপতি শেখ রুমেল আহমদের মোস্তফাপুরের বাড়িতে ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরে আগুন লাগলে ধোয়ায় পুরো বসতঘর আচ্ছন্ন হয়ে হয়ে যায়। আগুন লাগার বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকজন বাড়িতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসও একাজে যোগ দেয়। এসময় ভেতর থেকে লাগানো একটি কক্ষ শাবল ও খুন্তি দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করলে যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচী ফুলেছা বেগম (৬৫) কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। ধোয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, রাতেই অগ্নিকান্ডের খবর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে একটি কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকা বয়োবৃদ্ধ মেহেরুন্নসা ও ফুলেছা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে ক্ষতিগ্রস্থ বাড়িটি জেলা পুলিশের উর্ধ্বতন সদস্য ও সিআইডির ক্রাইম সিন পরিদর্শন করেছেন। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ।