মৌলভীবাজার আদালতে বিচার কার্যক্রমের ভিডিও ধারণ করে একজন আটক, পরে জরিমানা দিয়ে মুক্তি
প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার আদালতে বিচার কার্যক্রমের ভিডিও ধারণ করে একজন আটক, পরে জরিমানা দিয়ে মুক্তি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২.০০ ঘটিকার সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদালতে একটি মামলায় মেহেদী হাসান নামীয় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে তার ভাগিনা মামুন আহমেদ মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সময় আদালতের সহায়ক কর্মচারী বিচারক এম. মিজবাহ উর রহমানের নজরে আনলে বিজ্ঞ বিচারক নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যকে উক্ত ব্যক্তিকে আটক করার নির্দেশ প্রদান করেন এবং আটককৃত ব্যক্তির হাতে থাকা জবফসর ব্র্যান্ডের মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সত্যতা প্রাপ্ত হন। পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে রাজনগর উপজেলার উত্তরখলগাঁও গ্রামের মামুন আহমেদ পরিচয় প্রকাশ করে।
আটককৃত ব্যক্তি মামুন আহমেদের উক্ত কর্মকান্ডের কারণে বিচারিক কার্যক্রমের বাধা সৃষ্টি হওয়ায় এবং বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করায় আদালতের প্রতি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বিধায় আদালত তাকে আইনুযায়ী দুইশত টাকা অর্থদন্ড অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।