সৈয়দ শাহ মোস্তফা রহ. ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ২:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা সদরে মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা রহ. ফাউন্ডেশন এর উদ্যোগে সদর উপজেলাব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ নভেম্বর) সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজ সেবক মাও. শেখ বদরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে বিশিষ্ট সংগঠক সংগঠনের ভাইস চেয়ারম্যান মাওলানা কবি লোকমান খান নবীন এর নিয়ন্ত্রণে মহাসচিব মাওলানা আব্দুর রশিদ পরিচালনায় ৪০০ জন ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে সকাল ১১ ঘটিকায় পরীক্ষা শুরু করে ১ ঘন্টায় পরীক্ষা সমাপ্তি হয়।
বিশিষ্ট আলেম মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এম এ আলিম, প্রধান উপদেষ্টা মাওলানা ফয়জুল ইসলাম ও উপদেষ্টা নাজমুল ইসলাম মামুনের পরিদর্শনের মাধ্যমে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সামাদ মিয়া, রাজনগর ডি এস ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শফিকুল আলম।
পরীক্ষার পর্যবেক্ষের দায়িত্বে ছিলেন উপদেষ্টা মাওলানা ফখরুল ইসলাম হেলাল, মাওলানা আব্দুল মোমিন সিরাজি, মাওলানা আল আমিন ইসলাম যুক্তিবাদী, মাওলানা কামরুল হাসান ইমরান, মাওলানা আব্দুল ওয়াহিদ, মো. আলমগীর হোসেন, মো. মনির উদ্দিন, যুগ্ন সচিব মাওলানা জুবায়েদ আলী, সাংগঠনিক সচিব মাওলানা তারেক আহমদ, যুগ্মসচিব এম অনিক আহমদ, অর্থ সচিব হাফিজ সাকিল আহমদ, সহ অর্থ সচিব,হাফিজ ইমজাদ আহমদ ইমন, প্রচার সচিব রাকিব হোসেন ইমন, প্রকাশনা রায়হান আহমদ শুভ, অফিস সচিব মুজাম্মেল হক, সমাজকল্যাণ সচিব মাওলানা খাদেমুল ইসলাম চৌধুরী, আইটি সচিব ফয়সল আহমদ সেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আশরাফুল আলম আজাদ, যুগ্ম প্রকাশনা শেখ আমিনুল ইসলাম আবিদ, সাংস্কৃতিক সচিব
শেখ আফিকুল ইসলাম আকিব, শেখ তরিকুল ইসলাম আয়মান, সাফওয়ান নবীন খান জামি প্রমুখ।