প্রবাসে থেকেও মামলার আসামী কুলাউড়া উপজেলার যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, গ্রেপ্তারি পরোয়ানা জারি
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৩:১০ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ছিলেন প্রবাস জীবনে। ২০১৫ সালে যুবলীগের রাজনীতিতে যোগদান করলেও, প্রবাসে থাকার কারণে সব সময় রাজনৈতিক কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থাকতে পারতেননা। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে সর্বদাই দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, এবছরের মধ্যবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যে চলে গেলেও সাধারণ শিক্ষার্থীদের কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়। যেখানে উল্লেখ করা হয় তিনি ছাত্রছাত্রীদের আন্দোলনে বাধা প্রদান করেন এবং তাদের মারধর করেন।
স্থানীয়দের নিকট থেকে জানা যায়, যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন বাংলাদেশে থাকাকালীন অবস্থায় কুলাউড়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়াও যুবলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি তার রাজনৈতিক জীবনে এলাকার হত দরিদ্র সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সামাজিক সেবা প্রদান করেছিলেন। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে দেশের বাহিরে থেকেও শক্তিশালী জামায়াত বিএনপির নেতাকর্মীরা তাকে মামলার আসামী হিসেবে শ্রেণীভুক্ত করে। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে চার্জশীট প্রেরণ করিলে আদালত ১৮ নভেম্বর ২০২৪ ইং তারিখে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। গ্রেফতারী পরোয়ানা জারীর পর জামায়াত-বিএনপির নেতাকর্মী সহ পুলিশ তার বাড়িতে গিয়েছিল মর্মে তার পরিবারের নিকট থেকে জানা যায়।
নামপ্রকাশ না করার শর্তে একজন স্থানীয় বাসিন্দা জানান, জামায়াত-বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী বাহিনী মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে গিয়ে তার অবস্থান সম্পর্কে জানতে চেয়ে তার পরিবারের সদস্যদের শারীরিক ও মানষিক ভাবে হয়রানী করছে, এমনকি ঘরের মূল্যবান আসবাবপত্র ভাংচুর করতেও দ্বিধাবোধ করছেনা।