কৃষকের আ-ত্ম-হ-ত্যা প্ররোচনা মামলার নাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যানসহ গ্রেফতার ৬
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার চাঞ্চল্যকর কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামীসহ এজাহার নামীয় ০৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র্যাব-৩ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকার মতিঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-০৭/৩৩৩, তারিখ-০৪/১১/২০২৪ খ্রিঃ ধারা-১০৯/৩২৩/৫০০/৩০৬ পেনাল কোড) মূলে মৌলভীবাজার জেলার চাঞ্চল্যকর কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামীসহ এজাহার নামীয় ০৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো মৌলভীবাজার সদর উপজেলার আটঘর গ্রামের আরজু মিয়ার ছেলে ইফসুফ (৩৮), হাছন মিয়ার ছেলে হাবিব মিয়া (২০), মৃত আছাব আলীর স্ত্রী ফরিজা খাতুন (৫০), আগনসী গ্রামের ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন (৫০), আটঘর গ্রামের মৃত মানব মিয়ার ছেলে মহসিন (৪২) এবং শ্রীমঙ্গলের পাচাউন গ্রামের জাকির হোসেন মেম্বার (৪০)।
র্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।