৩ জানুয়ারি বরুণা মাদরাসার ছালানা ইজলাছ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
২০২৫ সালের প্রথম শুক্রবার (৩ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ছালানা ইজলাছ অনুষ্ঠিত হবে।
তথ্যটি নিশ্চিত করে মাওলানা নূরে আলম হামিদি জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি ২০২৫ ঈসায়ী রোজ শুক্রবার বরুণা মাদরাসার ছালানা ইজলাছ। আল্লাহ তাআলা উক্ত ছালানা ইজলাছকে সফল করুন। সকল মেহমান ও শ্রোতাদের সুস্থতা ও নিরাপত্তার সাথে যাতায়াতের তাওফীক দান করুন।