যুক্তরাজ্যে থেকেও দুই মামলার আসামী ছাত্রলীগ নেতা মো: আমান উদ্দিন শিপু, বাড়িতে পুলিশি অভিযান
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ২:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আমান উদ্দিন শিপু। আওয়ামীলীগ সরকার পতনের পর যুক্তরাজ্যে থেকেও দুইটি মামলার আসামী। প্রতিনিয়ত শিকার হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের হুমকির।
মো: আমান উদ্দিন শিপু পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ভুকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। নিজের রাজনৈতিক কার্যক্রমের দ্বারা সর্ব মহলে আলোচনার পাত্র হলেও বিরোধী দলের নেতাকর্মীদের সাথে শত্রুতা ছিল পূর্ব থেকেই। এক সময় তিনি কর্মের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমন করার পর ২০২৪ সালের জুলাইতে শুরু হওয়া ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নিজের ফেইসবুক টাইমলাইনে বিভিন্ন লেখালেখি করেন। যার কারণে তার পরিবার স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আক্রোশের শিকার হয়ে তিনি রাজনৈতিক ২টি মামলার আসামী হন। দেশের বাহিরে থাকা সত্বেও পূর্বের শত্রুতার জের ধরে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর অসংখ্য আওয়ামীলীগ নেতাকর্মী সহ তার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করে।
স্থানীয়দের নিকট থেকে জানা যায়, ছাত্রলীগ নেতা মোঃ আমান উদ্দিন শিপু বাংলাদেশে থাকাকালীন অবস্থায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এছাড়াও এলাকার হত দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেন। কিন্তু তার রাজনৈতিক জীবন থেকেই বিএনপি-জামায়াতের বিরোধীতা করায় তিনি তাদের শত্রুতে পরিণত হন। সেই সাথে ছাত্র আন্দোলনের সময় তিনি ফেইসবুকে আন্দোলন ও জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করায় তারা তাকে এসব মামলায় ফাঁসায় এবং তার বাড়িতে হামলার ঘটনা ঘটায়।
নামপ্রকাশ না করার শর্তে একজন স্থানীয় বাসিন্দা জানান, জামায়াত-বিএনপির বেশ কয়েক জন স্থানীয় সন্ত্রাসী বাহিনী মোঃ আমান উদ্দিন শিপুর বাড়িতে গিয়ে তার অবস্থান সম্পর্কে জানতে চেয়ে তার পরিবারের সদস্যদের শারীরিক ও মানষিক ভাবে হয়রানী করছে, এমনকি ঘরের মূল্যবান আসবাবপত্র ভাংচুর করতেও দ্বিধা বোধ করেনি।
আওয়ামীলীগ নেতাকর্মীদের হেনস্থা করতে বর্তমান প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াত ও বিএনপির তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আওয়ামীলীগ পদধারী বিভিন্ন নেতাকর্মীদের উপর মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে। সেই সকল মামলায় অনেক আওয়ামীলীগ নেতা দেশের বাহিরে থেকেও উল্লিখিত মামলার আসামী হিসেবে শ্রেণীভুক্ত হন। আওয়ামীলীগ সরকার পতনের পূর্ব থেকেই ছাত্রলীগ নেতা মোঃ আমান উদ্দিন শিপু যুক্তরাজ্যে অবস্থান করলেও জামায়াত-বিএনপির নেতাকর্মীর ইন্ধনে তাকে উপরোক্ত দুটি মামলায় আসামী করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপসার বলেন, ছাত্রলীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগে। কয়েকটি মামলায় চার্জশীট প্রদান করা হয়েছে। মামলার চার্জশীটভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।