বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের প্রধান অতিথির মাধ্যমে সভায় পুনর্গঠন সম্পন্ন হয়।
নতুন সভাপতি হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামিয়া বরুণার মুহাদ্দিস মুফতী হিফজুর রহমান ফুয়াদ। সভাপতি মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব ও সাধারণ সম্পাদক জামিয়া বরুণার মাসজিদে আবু বক্করের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমামদের সার্বিক উন্নয়নে দায়িত্বশীলগণ সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে অভিন্দন জানাচ্ছেন জেলার ইমাম ও আলেম সমাজ।