শ্রীমঙ্গলে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় টি ভ্যালি পার্টি সেন্টারে উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ মুফতী হিফজুর রহমান হেলালীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আবুল কাসেম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ফেদাউস আহমেদ, খেলাফত যুব মজলিসের জেলা সহ সভাপতি মাওঃ শাহ মিসবাহ, খেলাফত ছাত্র মজলিস এর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হা: মাওঃ ইয়াকুব, শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি মাওঃ আবু তাহের, সহ সভাপতি মাওঃ মুহিবুল্লাহ প্রমুখ।