মৌলভীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে ছাত্রদলের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৪, ৫:১২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
মৌলভীবাজার সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মনসুর আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল। রবিবার (২০ অক্টোবর) সকালে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ ও আহ্বায়ক কমিটির সদস্য ফাহিমুর রহমানের নেতৃত্বে অধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় একাদশ দ্বাদশ ও অনার্সের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার পৌর শাখার আহ্বায়ক ইহাম মোজাহিদ, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শেখ মুহিত, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল হাকিম, সহ দপ্তর সম্পাদক আব্দুল ফাইয়ুম ফারহান প্রমুখ।