মৌলভীবাজারে কলেজছাত্র হত্যার ঘটনায় মা-মেয়ে গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

খবর পেয়ে নাঈমের বাবা-মা রনির ঘর থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নাঈমের বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১৯ নভেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পলাতক ৫ আসামি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর আসামিরা আদালতের কাছে জামিনের আবেদন করেন। তবে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নিদেশ দেওয়া হয়। পরে ফের জামিনের আবেদন করলে তাদেরকে জামিন দেন আদালত। বর্তমানে এ মামলার আসামীর জামিনে আছেন।
তবে দীর্ঘদিন ধরে হাজিরাতে উপস্থিত না হওয়ায় মামলার দুই আসামী পারভীন বেগম ও তার মেয়ে রোকসানা আক্তার জেসির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। এর প্রেক্ষিতে ওই দুই নারীকে আটক করেছে র্যাব।