শমসেরগঞ্জ আব্রু মিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আলহাজ্ব ডাক্তার কুতুব উদ্দীন এডুকেশন ট্রাস্ট কর্তৃক পরিচালিত শমসেরগঞ্জ আব্রু মিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় সিলেট বিশ্বনাথের ঐতিহ্যবাহী ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান শিক্ষক, বাংলার হিফজ জগতের আলোকবর্তিকা, সর্বজন শ্রদ্ধেয় মহান ব্যক্তিত্ব আশিকে রাসূল আলহাজ্ব হাফিজ আব্দুস শহিদ ছাহেব ও বৃটেনের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড ইসলামিক এডুকেশন সেন্টারের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা শামসুল আলম সাহেবের শুভাগমন উপলক্ষে প্রতিষ্টাতা পরিবার ও এলাকাবাসী মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুমু’আ মাহফিলে সম্মানিত প্রধান অতিথির নসিহতপূর্ণ বক্তব্যে বলেন, খালিসভাবে পরিশুদ্ধ নিয়তে কুরআনে পাকের খেদমত আঞ্জাম দিলে সেটা আপনার পরকালীন মুক্তির পাথেয় হবে ইনশা আল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় কিতাবের নাম হলো কুরআনুল কারিম। সুতরাং এই কিতাবের মূল্য যেমনি সকল কিতারের উর্ধ্বে তেমনি এই কালামের খেদমতগারদের মূল্যও সবার উপরে। তিনি আরো বলেন, আমি যতটুকু জানতে পেরেছি এই পরিবার কর্তৃক পরিচালিত সকল দ্বীনি খেদমত নিঃস্বার্থ ও খালিসভাবে অনুষ্টিত হয়ে আসছে। আল্লাহপাক তাদের পরিচালিত সকল খেদমতকে কবুল করুন। তিনি মাদ্রাসা ও আশপাশের পরিবেশ দেখে ভীষণ আনন্দিত হয়েছেন।
বিশেষ অতিথি হাফিজ মাওলানা শামসুল আলম সাহেব তিনিও ডাক্তার কুতুব উদ্দীন ট্রাস্ট কর্তৃক পরিচালিক সকল দ্বীনি খেদমতের মকবুলিয়াত কামনা করেছেন।
পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত হওয়া দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, মৌলভীবাজারস্থ লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ এনামুল হক, সহকারী শিক্ষক হাফিজ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা জনাব আবুল কালাম, বিশিষ্ট মুরব্বি জনাব তোয়াহিদ মিয়া, হাফিজ নূর আলম মাহদি, মাদ্রাসা শিক্ষক হাফিজ শাহেদ আহমদ ও হাফিজ আল আমিন প্রমূখ।
পরিশেষে, আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ সাহেবের পিতা-মাতা, বড়ভাই ও আত্মীয়স্বজন সকলের কবর জিয়ারত করে হযরত বড় হুজুরের অশ্রুসিক্ত মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।